Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দোহার উপজেলার পটভূমি

আয়তনে ঢাকা জেলার সবচেয়ে ছোট উপজেলা দোহার। দোহার উপজেলায় ০৮টি ইউনিয়ন ও ০১টি পৌরসভা রয়েছে। ইতিহাসে এই উপজেলার নামকরণের যথাযথ কোন বিবরণ পাওয়া যায়নি। জনসঙখ্যা বৃদ্ধির সাথে সাথে এ অঞ্চলটিকে ১৯২৬ সালে থানা এবং ১৯৮৩ সালে উপজেলায় উন্নীত করা হয়।  কোথাও কোথাও ১৯১৭ সালের ১৫ জুলাই  প্রতিষ্ঠা হয়েছে মর্মে শোনা যায় এবং ঐ সালের ২১ সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯১৮ সালের ১ জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে দোহার থানায় রপান্তর হয়েছে মর্মে শোনা যায়।

দোহার উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে।

এ উপজেলার উত্তরে নবাবগঞ্জ উপজেলা, দক্ষিনে শ্রীনগর উপজেলা, পশ্চিমে সদর উপজেলা, পূর্বে নবাবগঞ্জ উপজেলা।